চোখ-হাত নেই তবুও ১২,০০০ গাছ রোপণ!

অনেক বছর আগে যেখানে শুধু ফাঁকা মাঠ ছিল আজ সেখানে সবুজে ঘেরা বন। দুইজন বন্ধুর কঠোর পরিশ্রমের প্রাপ্তি এই বন। চিনের ইয়ে নদীর পাশে শুধু মরুভূমির মত পথ ছিল। সেখানে ১২,০০০ গাছ রোপণ করে তাক লাগিয়ে দিয়েছেন দুই বন্ধু।

দুই বন্ধু, যাদের মাঝে একজন অন্ধ এবং অপরজনের একটি হাতও নেই। গত ১২ বছর ধরে তারা বৃক্ষরোপণ করছেন এবং খুব ভালভাবে চারাগাছের যত্ন নিচ্ছেন। তারা সেই নদীর পাশে হেবেই গ্রামে বসবাস করেন।

জিয়া হাইক্সিয়া এবং জেন ওয়েনকি কয়েক বছর পূর্বে সাক্ষাৎ করেন। তাদের প্রতিবন্ধকতা থাকার ফলে তারা চাকরী পাচ্ছিলেন না। তারা তাদের পরিবেশের তাপমাত্রা স্বাভাবিক রাখার চিন্তা করেন। এরপর এই ফাঁকা মাঠে বসবাস করা শুরু করেন। তখন থেকে এখানে তারা বিভিন্ন ধরণের গাছ লাগানো শুরু করেন।

তারা প্রতিদিন সকালে ৭টায় তারা একটি কুড়াল এবং একটি হাতুড়ি হাতে নিয়ে বের হয়ে পড়েন। তারপর সারাদিন গাছের পরিচর্যা করেন। অন্ধ বন্ধু নিজের হাতহীন বন্ধুর চোখ দিয়ে পৃথিবী দেখেন এবং হাতহীন বন্ধুর হাত রয়েছে নিজের অন্ধ বন্ধুর নিকট।–সুত্র: ইন্ডিয়া টাইম্‌স।



মন্তব্য চালু নেই