বাবা হলেন সুরেশ রায়না

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটসম্যান সুরেশ রায়না প্রথম সন্তানের বাবা হয়েছেন৷ রোববার আমস্টারডামের এক বেসরকারী হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা চৌধুরী৷ রায়না দম্পতি মেয়ের নাম দিয়েছেন গ্যার্সিয়া৷

গত বছর এপ্রিলে প্রিয়ঙ্কার সঙ্গে বিয়ে হয় রায়নার৷ গতকাল শনিবার সামাজিক যোগাযোগ ফেসবুকে কিছু ব্যক্তি ভুল ছবি দিয়ে রায়নার বাবা হওয়ার খবর জানানো হয়৷ কিন্তু তা যে ভুল রায়না আজ তা প্রমাণ দিলেন।

সুরেশ রায়না জানিয়েছেন, শনিবার নয় রোববার এক কন্য সন্তানের জন্ম দেন আমার প্রিয়তম স্ত্রী৷ প্রথম সন্তানের সময় স্ত্রী’র পাশে থাকতে আইপিএলের মাঝপথে নেদারল্যান্ডস উড়ে যান রায়না৷ সেই জন্য শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারেননি গুজরাত লায়ন্সের অধিনায়ক৷



মন্তব্য চালু নেই