সাপের আত্মহত্যা! যোগাযোগ মাধ্যমে তোলপাড়

কেউ যখন নিজেই নিজের জীবন প্রদীপ নিভিয়ে দেয়, তখন একে আত্মহত্যা বলে। মানুষের আত্মঘাতি হওয়ার বিভিন্ন ধরণের কারণ থাকতে পার, কিন্তু সাপের আত্মহত্যার কি কারণ থাকতে পারে! তা হলে কি মানুষের মতো ওদেরও আবেগ, ভালোবাসা বা হতাশা প্রবলভাবে কাজ করে?

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, একটি সাপ রাস্তার ওপর আত্মহত্যা করছে। সাপটি নিজের শরীরে কামড় বসিয়ে দিয়ে বিষক্রিয়ায় ছটফট করে মারা যাচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

মানুষ ছাড়াও যে অন্য কোন প্রাণী আত্মহত্যা করতে পারে, তা এবার প্রমাণিত হল। কিন্তু এই পৃথিবীতে মানুষ ছাড়া আর কি কোনও প্রাণী আছে, যারা নিজেই নিজের মৃত্যু ঘটাতে পারে?



মন্তব্য চালু নেই