ফের জাতীয় দলে খেলার বিষয়ে যা বললেন শাহরিয়ার নাফিস

বাংলাদেশের ছন্দময় ওপেনার ব্যাটসম্যান ছিলেন শাহরিয়ার নাফিস। ফের শাহরিয়ার নাফিসের জাতীয় দলে খেলা নিয়ে আলোচনা তুঙ্গে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডই সৃষ্টি করেছেন এই আলোচনার। শনিবার মিরপুরে ১৩৮ রানের ঝড় উপহার দিয়ে কোটি কোটি মানুষের আগ্রহ বাড়িয়ে দিয়েছেন আরও।

তামিম ইকবালের সাথে কখন ওপেনার হিসেবে দেখা যাবে নাফিসকে? এটাই প্রত্যাশা হয়ে দাঁড়িয়েছে সবার। শনিবার টর্নেডোময় ইনিংস খেলার পরে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন নাফিস।

ফের জাতীয় দলে খেলার বিষয়ে তার কাছে চান সাংবাদিকরা। নাফিস শুরুতেই উড়িয়ে দেন জাতীয় দলে খেলার ব্যক্তিগত ইচ্ছা।

শাহরিয়ার নাফিস বলেন, কোনো ব্যক্তিগত ইচ্ছা নয় জাতীয় দলের জন্য চাই পারফর্ম। যে পারফর্ম করবে সে জাতীয় দলে খেলুক।

আর এই বিষয়টির দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। শাহরিয়ার নাফিস বলেন, সন্মানের সাথে থাকতে চাই।

জাতীয় দলে যদি নাও খেলতে পারি ঘরোয়া ক্রিকেটে সন্মানের সাথে খেলতে পারলেই চলে। ভালো খেলা ও সন্মানের সাথে থাকাটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন নাফিস।

জাতীয় দলে বাজে পারফর্মার হয়েও দিনের পর দিন দলের ক্ষতি করাটা একদম বিরক্তিকর নাফিসের কাছে।

৯ বছর জাতীয় দলে খেলা নাফিস বলেন, আমি খেলা ছাড়তে চাই খেলা আমাকে ছেড়ে দেয়ার আগে। আইপিএল ও বিপিএলকে ক্রিকেটের আদর্শরুপ মানতে নারাজ নাফিস।

শাহরিয়ার নাফিস বলেন, এখানে হয় টাকার ছড়াছড়ি। সর্বপরি তার জাতীয় দলে খেলার বিষয়টি বিসিবিই ভালো জানে বলে গণমাধ্যমকে জানান ফর্মে ফেরা নাফিস।



মন্তব্য চালু নেই