কান চলচ্চিত্র উৎসবে বিপাশা-তৌকির
৬৯তম কান চলচ্চিত্র উৎসবে দেখা গেল বাংলাদেশের তারকা দম্পতি তৌকির আহমেদ ও বিপাশা হায়াতকে। আগামী ১৭ মে কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দু’ফিল্মে প্রিমিয়ার হতে যাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের। সেই কারণে এখন তারা ফ্রান্সে রয়েছেন। তারই ফাঁকে কানের দর্শক সারিতে তাদের দেখা গেল তাদের। আর তাদের এই মুহূর্ত সেলফি বন্দী করতে ভুলেননি তারা।
এছাড়াও অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ সিনেমাটি মার্শে দু’ফিল্মে দেখানোর কথা এবারের উৎসবে।
অজ্ঞাতনামা সিনেমায় অভিনয় করেছেন— মোশারফ করিম, নিপুণ, ফজলুর রহমান বাবু, আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, শহিদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান প্রমুখ। চলচ্চিত্রটির গল্প চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তৌকীর আহমেদ। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
মন্তব্য চালু নেই