মিঠাপুকুরে শহীদ গোলাম গৌছ স্মৃতি পাঠাগার উদ্বোধন
মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর) : রংপুরের মিঠাপুকুরে শহীদ গোলাম গৌছ স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উপজেলা রানীপুকুর এলাকায় পাঠাগারটি উদ্বোধন করে রাণীপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা।
এ উপলক্ষ্যে পাঠাগার ভবনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সদস্য শাহ্ জাহান আলী। প্রধান অতিথির বক্তব্য দেন রাণীপুকুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হোসেন সুজন, সাধারন সম্পাদক মাহবুবুল আলম, নব নির্বাচিত ইউপি সদস্য জনতা বেগম, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।
মন্তব্য চালু নেই