গেইল কন্যার প্রথম ছবি প্রকাশ
ক্রিকেট মাঠে সময়টা ভালো যাচ্ছেনা ওয়েস্ট ইন্ডিজের দানব ব্যাটসম্যান ক্রিস গেইলের। কিন্তু মাঠের বাইরের সময়টা দারুণ উপভোগ করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এই ব্যাটসম্যান। গেল মাসেই বাবা হয়েছেন গেইল। প্রথমবারের মত কন্যা সন্তানের বাবা হয়ে বেশ উচ্ছ্বসিত অবস্থায় রয়েছেন এই ওপেনার।
বিনোদনদাতা হিসেবে পরিচিত গেইল নিজের মেয়ের নাম রেখেছেন ‘ব্লাশ’। কিন্তু তার মেয়েকে প্রথমবার দেখতে বেশিদিন অপেক্ষা করতে হয়নি তার ভক্ত অনুরাগীদের। গেইল এবং নাতাশা দম্পতির তাদের মেয়েকে নিয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে গেইল তার নিজস্ব আইডিতে পোস্ট করেন। মা দিবসে প্রথমবার মা হওয়ায় গেইল তার স্ত্রী নাতাশাকে অভিনন্দনও জানান।
ছোট্ট ব্লাশের ভবিষ্যৎ জীবন সুন্দর কামনা করে গেইলের ভক্তরা তাকে মেসেজ দিতে থাকেন। তাদেরকেও নিরাশ করেননি তিনি। মেয়েকে শুভকামনা জানানোর জন্য পরবর্তীতে টুইটারে সকলকে ধন্যবাদ জানান গেইল। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে রয়েছেন গেইল।
মন্তব্য চালু নেই