ক্ষমার কথা বলেও মামুনুলদের ডাকলো না বাফুফে

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের দলে ঠাঁই হয়নি সেই চার ফুটবলারের। শৃঙ্খলাভঙ্গের দায়ে নিষিদ্ধ এই ফুটবলারদের ব্যাপারে বাফুফে জানিয়েছিল, ক্ষমা চাইলে তাদের দলে ফেরার সুযোগ করে দেয়া হবে। তারা ক্ষমা চেয়ে বাফুফেকে চিঠিও দেন।

কিন্তু মঙ্গলবারের ঘোষিত ৩৪ সদস্যের প্রাথমিক দলে তাদের নাম পাওয়া গেল না।

আগামী ২ জুন তাজিকিস্তানের বিপক্ষে তাজিকিস্তানে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। এরপরেই ৭ জুন রয়েছে হোম ম্যাচ।

উল্লেখ্য, তাজিকিস্তানের বিপক্ষে এই পর্বে হারলে পরবর্তীতে ভুটানের বিপক্ষে খেলতে হবে। ভুটানের বিরুদ্ধেও হারলে ২০১৯ সাল পর্যন্ত ফিফা-এএফসির কোনও ম্যাচ খেলতে পারবে না বাংলাদেশ।

ক্যাম্পে ডাক পাওয়া ৩৪ ফুটবলার: রাসেল মাহমুদ লিটন, শহিদুল আলম সোহেল, মাজহারুল ইসলাম হিমেল, আশরাফুল ইসলাম রানা, রায়হান হোসেন, নাসিরউদ্দিন চৌধুরী, তপু বর্মন, নাসিরুল ইসলাম নাসির, আতিকুর রহমান মিশু, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মামুন মিয়া, শাকিল আহমেদ, লিঙ্কন, আরিফুল ইসলাম, কেষ্ট কুমার বোস, রেজাউল করিম, খালেকুরজামান সবুজ, ফয়সাল মাহমুদ, ওয়ালী ফয়সাল, জামাল ভূইয়া, মোনায়েম খান রাজু, শাহেদুল ইসলাম শাহেদ, শাহেদুল ইসলাম শাহেদ (জুনিয়র), মাশুক মিয়া জনি, কৌশিক বড়ুয়া, ইমন মাহমুদ, জুয়েল রানা, আমিনুর রহমান সজীব, রুবেল মিয়া, মান্নাফ রাব্বী, নাবিব নেওয়াজ জীবন, নুরুল আবসার, সৈকত মাহমুদ ও সৈয়দ রাসেল তুর্য।



মন্তব্য চালু নেই