মুস্তাফিজকে নাগরিকত্ব দিতে চায় ‘কয়েকটি দেশ’!
ব্যাপারটি নাকি নিছক রসিকতা। তবু কিছু সত্যতা আছে। যাকে বলে রসিকতার ছলে মনের কথা। গত আইসিসি সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নাকি কয়েকটি দেশের বোর্ড প্রেসিডেন্টরা এমন কথা বলেছেন।
গতকাল আবাহনী বনাম রূপগঞ্জ ম্যাচের সময় মিরপুরে নিজের কার্যালয়ে বসে পাপন বলেন, ‘আইসিসির সভায় সবাই যে মুস্তাফিজকে নিয়ে কী কী বললেন! নাম বলব না, এক-দুইটা দেশের বোর্ড প্রেসিডেন্টরা তো মুস্তাফিজকে নাগরিকত্ব দিয়ে বাংলাদেশ থেকে ভাগিয়ে নেওয়ার কথাও বলেছেন!’
বিসিবি সভাপতির বরাত দিয়ে এই খবর ছেপেছে দেশের একটি জাতীয় দৈনিক।
পত্রিকাটি বলছে, বিসিবি প্রধানের হাসিতে পরিষ্কার এই ভাগিয়ে নেওয়ার পাঁয়তারা নিছকই রসিকতা, যে রসিকতা নাজমুল হাসান তো বটেই, পুরো দেশের জন্যই গর্বের। পরক্ষণেই সিরিয়াস নাজমুল হাসান, ‘মুস্তাফিজকে বিশেষভাবে যত্ন নিতে হবে। ও আমাদের দেশের সম্পদ।’
পত্রিকাটির দাবি, বিগ ব্যাশ তো নয়ই, মুস্তাফিজ কাউন্টিতেও খেলতে যাবেন না। প্রয়োজনে ক্ষতিপূরণ দিয়ে তাকে আটকাতে চায় বিসিবি।
মন্তব্য চালু নেই