চাঁদে নেমে ‘প্রস্রাব’ করে ফেলেছিলেন এক নভোচারী, কে জানেন?

চাঁদে প্রথম অবতরণ করে সোভিয়েত ইউনিয়নের লুনা ২ মিশন। ১৯৫৯ সালের ১৩ সেপ্টেম্বর। আর চাঁদে প্রথমবার মানুষ নামে ১৯৬৯ সালের ২০ জুলাই। সেটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপোলো ১১ মিশন, চাঁদে মানুষের প্রথম সফল অবতরণ।

সেই অভিযানে মিশন কমান্ডার নিল মানব হিসেবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিলেন এডউইন অলড্রিন। তখন তাঁর বয়স ৩৯ বছর। পুরো নাম এডউইন ইউগিন বাজ অলড্রিন।

নিল আর্মস্ট্রং ও তিনি একসঙ্গে চাঁদে গেলেও প্রথম চন্দ্রপৃষ্ঠে পা রাখার কৃতিত্ব তিনি পাননি। হয়ে যান দ্বিতীয়। কিন্তু একটি ব্যাপারে তিনি প্রথম হয়ে রয়েছেন। চন্দ্রযান থেকে চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময়ে তিনি প্রস্রাব করে ফেলেন।

মার্কিনদের সেই চন্দ্রাভিযান নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। সেসবকে বাদ দিয়ে চাঁদের মাটিতে প্রথম পদচারণার কৃতিত্ব যেমন নিল আর্মস্ট্রংয়ের, ঠিক তেমনই প্রথমবার চাঁদে ‘পি’ করার কৃতিত্বটিও অলড্রিন সাহেবের মুঠোয়।



মন্তব্য চালু নেই