স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে আটটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান এ তথ্য জানান।
বিএনপির দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলের কমিটি গঠন ও কোন্দল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। গত ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলের পর এই প্রথম দলের নীতি নির্ধারকদের সঙ্গে বসছেন খালেদা জিয়া। দলীয় গঠনতন্ত্রে কাউন্সিলের মাধ্যমে দলের নতুন স্থায়ী কমিটি করার বিধান থাকলেও তা হয়নি। কাউন্সিল এই ক্ষমতা এককভাবে দিয়েছে খালেদা জিয়াকে। দেড় মাসেও তিনি দলের নতুন স্থায়ী কমিটি ঘোষণা করেননি।
মন্তব্য চালু নেই