চিরিরবন্দর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ৯ বিএনপি-২, স্বতন্ত্র ১

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দরের ১২টি ইউপি নির্বাচনের ফলাফল বেসরকারী ভাবে প্রকাশ করেছে উপজেলা রিটানিং অফিসার । এতে আওয়ামী লীগের নৌকা ৯টি , বিএনপির ধানের শীষ ২টি ও স্বতন্ত্র প্রার্থী ১টিতে বিজয়ী হয়েছে ।

গত শনিবার রাতে উপজেলা রিটানিং কর্মকর্তা মাহবুবা আক্তার বানু ইউপি ফলাফল প্রকাশ করেন ।

১ নং নশরতপুর ইউপি আলহাজ্ব নূর ইসলাম নুরু প্রতীক নৌকা । ২ নং সাতনালা ইউপি স্বতন্ত্র প্রাথী ফজলুর রহমান । ৩ নং ফতেজংপুর নূর মোহাম্মদ লুনার নৌকা । ৪ নং ইসবপুর আবু হায়দার লিটন নৌকা । ৫ নং আব্দুলপুর ময়েন উদ্দীন শাহ ধানের শীষ । ৬ নং অমরপুর হেলাল সরকার নৌকা । ৭ নং আউলিয়াপুখুর হাসিবুর হাসান হাসিম বাবু নৌকা । ৮ নং সাইতারা মোকাররম হোসেন শাহ ধানের শীষ । ৯ নং ভিয়াইল নরেন্দ্রনাথ রায় নৌকা । ১০ নং পুনট্টি কামাল হোসেন নৌকা । ১১ নং তেতুঁলিয়া সুনীল কুমার সাহা নৌকা । ১২ নং আলোকডিহি তারিকুল ইসলাম তারিক নৌকা প্রার্থীরা বিজয়ী হয়েছেন ।

চিরিরবন্দর উপজেলার ১২ টি ইউনিয়নে ১০৮ টি ভোট েেকন্দ্রে সুন্দর ও সুষ্ঠু ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে । কোথাও কোন ভোট গ্রহনে অনিয়মের সংবাদ পাওয়া যায়নি । নিবার্চন পর্যবেক্ষন কারী নিবার্হী ম্যাজিষ্ট্রেটসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব সময় সর্তকবস্থায় থেকে দায়িত্ব পালন করতে দেখা গেছে ।



মন্তব্য চালু নেই