চট্টগ্রামে অস্ত্রসহ আটক সেই ছাত্রলীগ নেতার কারাদণ্ড

চট্টগ্রামে অস্ত্রসহ আটক মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণিকে দুই বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বেলা ১১টার দিকে রণিকে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে চট্টগ্রামের হাটহাজারী থানার ডিউটি অফিসার এসআই আজিজুর রহমান। এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের সময় একটি পিস্তল ও গুলিসহ রণিকে আটক করা হয়। আটকের পর তাকে হাটহাজারী থানাহাজতে রাখা হয়। ভ্রাম্যমাণ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ রাতেই রণিকে এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন। রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের রায়ের কপি হাটহাজারী থানায় পৌঁছার পর রণিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।



মন্তব্য চালু নেই