ছুটির দিনে আনন্দ ভ্রমণে পার্কে গিয়েছিলেন ছেলে ও বাবা। কিন্তু সেই আনন্দ ভ্রমণে বিপত্তি বাঁধবে তা হয়ত কল্পনাও করেনি তারা।
ইন্ডিয়া টাইম্স এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে, ডেলবার্ট লেথাম তার পুত্র কায়সেনকে নিয়ে রোলার কোস্টারে উঠেছিলেন। তারপর যখন রোলার কোস্টারটি চলতে শুরু করে তখন লেথাম দেখতে পান তার ছেলের সিটে সমস্যা আছে। তাকে যে হাতল ধরে রেখেছিল, সেই হাতল ছুটে যাচ্ছিল। কিন্তু সেখান থেকে লেথাম তার পুত্রকে উদ্ধার করেন।
মন্তব্য চালু নেই