মাত্র ৬ হাজার টাকায় সঙ্গীসহ তিন দিনের ট্যুর
চলোনা ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে….
গোধূলী আলোয় ডানা মেলে উড়ে যেতে ইচ্ছে করে প্রিয়সঙ্গীকে নিয়ে। অধিকাংশ সময় তা হয় অজানার উদ্দেশ্যে। কিন্তু বাস্তবতার নিরস আবেদনকে উপেক্ষা করা কখনোই সম্ভব নয়। জীবনের প্রয়োজনে বৈষয়িক কাজকর্মে ব্যস্ত থাকতে হয়। তবে বেঁচে থাকাকে ছন্দময় করতে আর কাজে উদ্দাম পেতে দুয়েকদিনের অবকাশ কিন্তু মন্দ নয়। অজানা না হোক, চেনা পরিচিত কক্সবাজার সমুদ্র সৈকত হলেই বা মন্দ কি? থাকা খাওয়ার দারুণ সুযোগসহ অবিশ্বাস্য স্বল্পমূল্যের প্যাকেজে ঘুরে আসতে পারেন আপনিও।
কক্সবাজারে অবস্থিত অত্যাধুনিক আসবাবপত্রে সজ্জিত, সুন্দর ও মনোরম পরিবেশ এবং আতিথেয়তার সেবায় অতুলনীয় উইন্ডি টেরেস হোটেল এই গরমে দিচ্ছে আকর্ষণীয় অফার।
সঙ্গীসহ তিন দিন দুই রাতের প্যাকেজ ট্যুরটি দিচ্ছে মাত্র ৬ হাজার টাকায়। প্যাকেজে থাকছে মজাদার নাশতা আর রাতের সুস্বাদু বুফে ডিনার! গ্রীষ্মের ছুটিতে পরিবারের সবাইকে নিয়েও অসাধারন কিছু সময় কাটাতে পারেন এখানে। শহরের কোলাহল আর ব্যস্ততাকে দূরে ঠেলে চলে আসুন উইন্ডি টেরেসে। আকর্ষণীয় এই অফার চলবে ২০ মে পর্যন্ত। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন ফোনঃ +৮৮০১৭৮১২০০৫০০
মন্তব্য চালু নেই