আলোচনায় হট শ্রদ্ধা

আশিকি টু এবং হায়দার চলচ্চিত্র দুটিতে শ্রদ্ধা কাপুরকে যে সাধারণ রূপে দেখা গেছে তা থেকে বের হয়ে আসছেন এ বলিউড অভিনেত্রী। বলিউড পাড়া এখন নাকি মুখিয়ে আছে হট শ্রদ্ধা কাপুরকে দেখার জন্য। শ্রদ্ধা কাপুর১তাই তো শ্রদ্ধাও এতদিনের মিষ্টি বালিকার ইমেজ ভেঙে এবার হটি রূপে হাজির হতে যাচ্ছেন বড় পর্দায়। তাও আবার কিসার বয় খ্যাত ইমরান হাশমির সঙ্গে জুটি হয়ে আসছেন তিনি। শ্রদ্ধা কাপুর২‘উংগলি’ নামের নতুন এ ছবিতে এই নয়া রূপে দেখা যাবে তাকে। সম্প্রতি এই ছবির ‘নাচ বাসন্তী’ শিরোনামের একটি আইটেম গান মুক্তি পেলে আরো বেশি আলোচিত হয়ে উঠেন শ্রদ্ধা।

 

 

 

শ্রদ্ধা কাপুর৩ আর তাই শ্রদ্ধার নতুন রূপ দেখার আগ্রহটা ক্রমশ বাড়ছে দর্শকের। করণ জোহর প্রযোজিত, রেনসিল ডি’সিলভা পরিচালিত ছবির আরো একটি চরিত্রে দেখা যাবে বলিউডের আরেক হট গার্ল কঙ্গনা রাওনাতকে।শ্রদ্ধা কাপুর৪



মন্তব্য চালু নেই