মাগুরার মহম্মদপুরে চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম

মাগুরা প্রতিনিধি: আগামী ৭ মে অনুষ্টিতব্য মাগুরার মহম্মদপুর উপজেলা পলাশ বাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) রবিউল ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মহম্মদপুর উপজেলা সদরে তার উপর হামলার ঘটনা ঘটে।

রবিউল জানান, নির্বাচনের দিন ব্যবহারের জন্য নিজ মটর সাইকেলটি অনুমোদন করাতে তিনি মহম্মদপুর উপজেলা সদরে আসেন। বেলা ১২ দিকে উপজেলা পরিষদের সামনে আসার সাথে-সাথে কয়েক জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে মহম্মদপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রবিউল অভিযোগ করেন আওয়ামীলীগ প্রার্থী গোলজার হোসেনের লোকজন তাকে কুপিয়ে জখম করেছে।

পুলিশ সুপার এহসান উল্লাহ জানান, এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।



মন্তব্য চালু নেই