মেয়ের জন্মদিন নিয়ে আলোচনায় সারিকা
বছর দুই আগেও দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রীদের একজন ছিলেন সারিকা। কিন্তু বিয়ের পর সংসারে মনযোগ দেয়ায় বর্তমানে শোবিজ থেকে দূরের মানুষ তিনি।
তবে বহুদিন পর আলোচনায় এলেন একমাত্র মেয়ের জন্মদিন পালন করার খবর দিয়ে। মেয়ে সারিশ আনাহ করিমের প্রথম জন্মদিন ছিলো ৪ মে। এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত ক্লাবে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। সারিকার আমন্ত্রণে সেখানে হাজির ছিলেন শোবিজের অনেক তারকা।
তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ, সংগীতশিল্পী হৃদয় খান, অভিনেতা জাহিদ হাসান ও তার স্ত্রী মৌ, আজিজুল হাকিম ও তার স্ত্রী জিনাত হাকিম, অপূর্বসহ অনেকেই।
বুধবার রাত ৮টায় মেয়েকে নিয়ে কেক কাটেন সারিকা ও তার স্বামী ব্যবসায়ী মাহিম করিম।
২০১৪ সালের ১২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সারিকা। বছর ঘুরতেই তার কোল জুড়ে আসে মেয়ে সারিশ আনাহ। সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত সারিকা দূরে সরে যান মিডিয়া থেকে। আপাতত সংসার নিয়েই থাকতে চান তিনি।
মন্তব্য চালু নেই