ফেসবুকে লাইক দিয়ে ফাঁসতে পারেন!
ফেসবুকে এবার সবার পোস্টে লাইক দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। কারণ একটা ‘লাইক’-এর কারণেই ভেঙে যেতে পারে প্রিয়জনের সঙ্গে আপনার সম্পর্ক।
প্রাক্তন দাম্পত্য সঙ্গী কিংবা প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার ছবি ও স্ট্যাটাসে লাইক দিয়ে তা বর্তমান সঙ্গীর কাছে ধরা খেলে এ বিপদে পড়তে পারেন।
ভাবছেন, প্রাক্তনের পোস্টে বা ছবিতে লাইক দিলে, তা বর্তমান জানবে কীভাবে? জানার উপায় কিন্তু রয়েছে ফেসবুকে।
ফেসবুকের সার্চ অপশনে গিয়ে photos/posts liked by (insert name) দিয়ে সব জানা যাবে। অর্থাৎ সার্চ অপশনে ‘ফটোজ লাইকড বাই (বন্ধুর নাম)’ অথবা ‘পোস্ট লাইকড বাই (বন্ধুর নাম)’ টাইপ করা হলে, ফেসবুকের প্রথম দিন থেকে সে যেসব ছবি ও পোস্ট লাইক করেছে, তা দেখা যাবে।
এটা জেনে এখন ফেসবুকের ওপর রাগ হচ্ছে? কী আর করা যাবে! তবে নিয়মিত ‘অ্যাকটিভিটি লগ’ মুছে অবশ্য নিজেকে নিরাপদ রাখতে পারেন।
মন্তব্য চালু নেই