পতিতার ভূমিকায় অহনা

‘মানুষ’ নামের নতুন একটি নাটকে পতিতার মেয়ে চরিত্রে অভিনয় করলেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন- জিএম সৈকত। এ নাটকে অহনা ছাড়া আরও অভিনয় করেছেন-সাব্বির আহমেদ, বড়দা মিঠু, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, উচ্ছ্বাস, জালাল।

সাব্বির লন্ডনে পড়াশুনা শেষে দেশে এসে তার এক বন্ধুর সঙ্গে পতিতা পল্লীতে যায়। পরিচয় হয় অহনার সঙ্গে। কয়েক দিনের মধ্যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিয়ের জন্য সাব্বিরের বাবার মুখোমুখি হয় তারা। কিন্তু বাবা তাদের সম্পর্কটা মেনে নেয় না। এদিকে ঐদিন রাতের অন্ধকারে বাবা নিজেই পতিতা পল্লীতে যায়। অহনার মায়ের মুখোমুখি হয় সাব্বিরের বাবা। এরপরই ঘটতে থাকে একের পর অবাক করার মতো ঘটনা। এভাবেই ‘মানুষ’ নাটকের কাহিনী এগিয়ে যায়।

উল্লেখ্য, নাটকের গল্পে দেখা যায় অহনার জন্ম বাংলাদেশের সর্ববৃহৎ পতিতালয় রাজবাড়ীর গোয়ালন্দ পতিতালয়ে।



মন্তব্য চালু নেই