খুলনায় জুট টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া ঘাট সংলগ্ন জুট টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ থেকে দাবি করা হয়েছে। এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মিলটিতে আগুন লাগে। এ মিলটিতে পাটের সূতা ও বস্তা তৈরি করা হয়।

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে মিল পরিদর্শন করেন খুলনার জেলা প্রশাসক মো. নাজমুল আহসান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে শ্রমিকরা কাজে যোগ দেন। এর কিছুক্ষণ পরই মিলের ভেতর হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো মিলে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস খুলনার খালিশপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার তারেক হাসান জানান, আগুন নিয়ন্ত্রণ এসেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরুপণ করা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিলের জেনারেল ম্যানেজার কাওছার আলী জানান, মিলে ১০ মেট্রিক টন সূতা ও বস্তা মজুদ ছিল। এ ছাড়া মেশিনারিজসহ প্রায় ৯০ কোটি টাকার মালামাল ছিল। তবে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই