মান্নারার শরীরী জাদুতে কাবু বলিউড (ভিডিও)
শরীরী জাদুতে জিদ ছবি কাঁপাতে চলেছেন মান্নারা। জিদ ছবির ট্রেলার দেখে অন্তত তেমনই মনে করছে সবাই।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়ার কাজিন মান্নারার বলিউডে অভিষেক হতে যাচ্ছে জিদ ছবিটির মাধ্যমে। আগামী ২৮ নভেম্বর মুক্তি পাচ্ছে জিদ।
সম্প্রতি জিদ-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। আর তাতে মান্নারার আবেদনময়ীতার কাছে কুপোকাত পুরো বলিউড। অবশ্য ট্রেলারের আগেই ছবির পোস্টারে নগ্ন হয়ে প্রিয়াঙ্কা চোপড়ার কাজিন মান্নারা সাড়া ফেলেছে আগেই।
আর ক্যামেরার সামনে বিবসনা হতে কোনো আপত্তি নেই বলেও, জানিয়েছে মান্নারা। তবে কাজিন প্রিয়াঙ্কার পরামর্শ মেনে চিত্রনাট্যের দাবি অনুযায়ীই জিদ ছবিতে নিজেকে উপস্থাপন করেছেন বলে তাঁর দাবি।
ছবিটি সম্পর্কে প্রয়োজক অনুভব সিনহা জানিয়েছেন, বিষয়গত ভাবে জিদ একটি যৌন আবেদনপূর্ণ মনস্তাত্ত্বিক থ্রিলার, যা দর্শকদের আসন ছেড়ে উঠতে দেবে না। এতে মান্নারার সঙ্গে অভিনয় করেছেন করণবীর শর্মা ও শ্রদ্ধা দাস।
ভিডিও: জিদ সিনেমার ট্রেলারে আবেদনময়ী মান্নারা
মন্তব্য চালু নেই