টাকায় পাল্টে গেল বিজয়ী প্রার্থী’র নাম!
ইউপি নির্বাচনে তৃতীয় ধাপের ফলাফল ঘোষণার পর গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর পরিবর্তে আওয়ামী লীগ প্রার্থীর নাম পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার রিটার্নিং কর্মকর্তা এ তালিকা পাঠান।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, ইচ্ছে করে রিটানিং কর্মকর্তা এ ভুল নামের তালিকা দিচ্ছে। এদের মধ্যে অনেক রিটানিং কর্মকর্তা টাকার বিনিময়ে ইসিতে গেজেট প্রকাশের জন্য ভুল তথ্য দিচ্ছেন। কারণ নির্বাচনি গেজেট যে প্রার্থীর নামে প্রকাশ করা হবে সে প্রার্থী চেয়রম্যান হিসেবে নির্বাচিত হবেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার রিটার্নিং কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, এটা ভুল বসত হয়ে গেছে। আপনাদের নিউজ করার মত কিছু নয়, দেখি নির্বাচন কমিশনের কার্মকর্তাদের সাথে কথা বলে সমস্যার সমাধান করব।
মন্তব্য চালু নেই