অপারেশন কক্ষে রোগীর শরীরে আগুন!
অপারেশন চলাকালীন সময়ে হঠাৎ রোগীর শরীরে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। জানা যায়, কক্ষে স্বাভাবিকের তুলনায় বেশি অক্সিজেন থাকার ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২০১৪ সালে এই ঘটনা ঘটেছিল। তবে সম্প্রতি নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে এই অপারেশনের বিষয়ে কিছু তথ্য তুলে ধরা হয়েছে।
লাঙ্গুন মেডিক্যাল সেন্টারে সার্জারি বিভাগে সেই রোগী খুব খারাপভাবে আহত হন। প্রতিবেদনে বলা হয়, রোগীর মুখে অক্সিজেন মাস্ক দেয়া ছিল। কিন্তু সেই অক্সিজেন সমগ্র কক্ষে ছড়িয়ে পড়েছিল। এরপর হঠাৎ করে কক্ষে আগুন লেগে যায়। পরবর্তীতে সেই চিকিৎসা কেন্দ্রের নিরাপত্তা পদ্ধতির বিষয়ে অনেক প্রশ্ন তোলা হয়। তাদেরকে নিয়ে ব্যাপক সমালোচনা করা হয়।
তদন্তকারীরা জানান, ‘সার্জন এবং অ্যানেসথিসিয়াবিদদের মধ্যে যোগাযোগ ব্যর্থতা থাকার কারণে এই সমস্যার সৃষ্টি হয়।’
২০১৪ সালের ৩০ ডিসেম্বর, হাসপাতালে যখন স্বাস্থ্য দপ্তর থেকে পরিদর্শন করতে আসেন তখন তারা এটিকে ‘আশু বিপদের সম্মুখীন পরিস্থিতি’ বলে ঘোষণা করেন। কারণ তাদের ‘আশু পরিকল্পনা’ সঠিকভাবে সাজানো নেই।
প্রতি বছর যুক্তরাষ্ট্রে ৫৫০ থেকে ৬৫০ অপারেটিং রুমে আগুন লাগার ঘটনা ঘটে। কারণ সেখানে অক্সিজেনের মাত্রা সবচেয়ে বেশি বলে ধারণা করা হয়।
মন্তব্য চালু নেই