নোয়াখালী প্রতিবেশীর মুখে হাসি সংস্থা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী ক্যাম্পেইন
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : প্রতিবেশীর মুখে হাসি সংস্থা”র ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী ক্যাম্পেইন নোয়াখালী বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নে গরিব-অসহায়, দুস্থ-মেহনতি মানুষের কল্যাণে নিঃস্বার্থে কাজ করার লক্ষ্যে ১৯৯৯ সালের ১লা মে সংস্থাটির কার্যক্রম শুরু করে। বর্তমানে সংস্থাটি চিকিৎসা,শিক্ষা এবং দারিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছে। ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ ১০০ জন গরীব অসহায় রোগীদের মাঝে ঘাতক ব্যাধি ‘হেপাটাইটিস-বি’ (লিভার জন্ডিস) সনাক্ত ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করেন সংস্থাটির চেয়ারম্যান আবু বকর হেলাল চৌধুরী। স্থানীয়রা জানায়, এই গ্রামে আমরা এখন সচেতন। কোনো রোগের সম্ভাবনা থাকলে প্রতিবেশী মুখে হাসি সংস্থার কাছে প্রয়োজনীয় পরামর্শ পাই। তাছাড়া প্রতিবেশীর মুখে হাসি সংস্থা এই গ্রামের গরীবদের বিনামূল্যে ঘরের টিনশীট, স্যানিটারি সহ নগদ অর্থ দিয়ে সহযোগিতা করছে। মসজিদ-মাদ্রাসা অর্থ দান, শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি প্রদানসহ এলাকার নানা উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটির চেয়ারম্যান আবু বকর হেলাল চৌধুরী জানান, “সংস্থাটি যত দিন টিকে থাকবে তত দিন অতিতের ন্যায় নিঃস্বার্থ ভাবে প্রতিবেশী, আত্মীয়-স্বজন, হত-দরিদ্র, অসহায়দের চিকিৎসা বিষয়ক, শিক্ষা বিষয়ক এবং দারিদ্র বিমোচন সেবা ছাড়াও অন্যান্য সেবা অব্যাহত থাকবে” তিনি সংস্থাটির সীমাবদ্ধতার ব্যাপারে বলেন,”সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তবে সংস্থাটি আলাইয়াপুর ইউনিয়নকে আর্দশ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবো।
মন্তব্য চালু নেই