নওগাঁর আত্রাইয়ে তীব্র তাপদাহ, লোডশেডিং ক্ষতিগ্রস্থ হচ্ছে পরীক্ষার্থীরা

তানভীর আহম্মেদ (আত্রাই ): নওগাঁর আত্রাই এ তীব্র তাপদাহের কারণে জনজীবনে বিপর্যয়। গত কয়েক বছরের মধ্যে বর্তমান আত্রাই এ সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ।তীব্র তাপদাহের কারণে সাধারণ মানুষ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে না ।যার ফলে জনজীবনে চরম স্থবিরতার বিরাজ করছে ।এই তাপদাহের কারণে ছাত্রছাত্রীদের স্কুল কলেজ উপস্থিতি ব্যাপক হারে হ্রাস পেয়েছে।এতে পাঠদানের পরিবেশ বিঘ্নিত হচ্ছে ।এই বিষয়ে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা বললে তারা জানান প্রচন্ড তাপদাহের কারণে ছাত্রছাত্রীদের স্কুল কলেজ আসতে অসুবিধা হচ্ছে এই জন্য মর্নিং ক্লাস চালু করার চিন্তা করা হচ্ছে ।এবং যতো দ্রুত সম্ভব কার্যকর করা হবে। প্রচন্ড তাপদাহের কারণে তরল পানিয় খাবারের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ।যার ফলে ফার্মেসি গুলোতে খাবর সালাইনের সংকট দেখা দিয়েছে ।এর সঙ্গে বাড়ছে রোগবালাই ।যার প্রভাব পরেছে ছোটো বাচ্চা ও বৃদ্ধদের উপর।ডাক্তারদের সাথে কথা বলে যানা গেছে প্রচনন্ড তাপদাহের কারণে ডায়রিয়া ও ঠান্ডা গরম জাতীয় রোগ বৃদ্ধি পেয়েছে ।প্রচন্ড তাপদাহের সাথে পাল্লা দিয়ে বেরেছে বিদ্যুৎতের লোডশেডিং ।দিনে ৮ থেকে ১০ ঘন্টা লোডশেডিং হচ্ছে ।এই লোডশেডিং সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা ।এই লোডশেডিং এর কারণে পড়াশুনায় ব্যাপক ক্ষতি হচ্ছে।যার প্রভাব তাদের ফলাফলে পরার আশংকা দেখা দিয়েছে ।লোডশেডিং বিষয়ে আত্রাই বিদ্যুৎ অফিসে কথা বললে জানা গেছে প্রয়োজনের তুলনায় অনেক কম বিদ্যুৎ সাপ্লাই থাকাতে এই লোডশেডিং হচ্ছে।গ্রীড থেকে প্রয়োজনিয় বরাদ্দ না থাকতে এই লোডশেডিং হচ্ছে ।তারা বলেন দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে ।তাদের আশা অল্প কিছুদিনের মধ্যে সমস্যা সমাধান হবে।



মন্তব্য চালু নেই