মোবাইল ফ্লাইট মোডে না রাখলে কী হতে পারে
এরোপ্লেনে তো নিশ্চয় চড়েন। হয়ত অফিসের কাজে প্রায়ই যাতায়াত করতে হয় ফ্লাইটে। ফ্লাইটে ওঠার পর প্রতিবারই শুনতে পান সুন্দরী এয়ারহোস্টেস কিছু Do’s and Don’ts বলছেন। এগুলোর মধ্যে একটি নির্দেশ থাকে মোবাইল ফ্লাইট মোডে রাখার। আপনি সেকথায় বিশেষ কান দেন না। কিন্তু যদি শোনেন ফ্লাইট মোডে মোবাইল না রাখলে কী হতে পারে, তবে দ্বিতীয়বার আর এই ভুল করবেন না।
ফ্লাইটে ওঠার পর মোবাইল ফ্লাইট মোডে রাখতে বলার অন্যতম কারণ হল সিগন্যালের সমস্যা। মোবাইলের সিগন্যালের সঙ্গে পাইলটের কাছে আসা সিগন্যালের সংঘর্ষে অনেক সময় পাইলট পান না কন্ট্রোল রুমের সিগন্যাল। সেক্ষেত্রে পাইলট না পেতে পারেন কোনও গুরুত্বপূর্ণ সিগন্যাল। বিপদে পড়তে পারে উড়ানটি। মূলত সিগন্যালের সমস্যার জন্যই মোবাইল ফ্লাইট মোডে রাখতে বলা হয়। তবে কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স বর্তমানে কিছু উন্নত টেকনোলজি ব্যবহার করছে যা মোবাইল অন রাখলেও সিগন্যালের সমস্যা তৈরি হতে দেয় না।
মন্তব্য চালু নেই