ঘুষ না পেয়ে উপজেলা মহিলা আনসার কমান্ডারকে মারপিট করলেন জেলা কমান্ডার

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনসার সদস্য নিয়োগের বিনিময়ে ঘুষ না পেয়ে উপজেলা আনসার কমান্ডার মমতাজ খাতুনকে মারপিট করেছেন জেলা কমান্ডার আহসান উল্লাহ। শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মমতাজ খাতুন জানান-আগামী ৭ মে শালিখা উপজেলার ৭ টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডিউটির জন্য শনিবার দেড় হাজার আনসার সদস্যদের বাছাই করা হয়। বাছাইকৃত আনসার সদস্যদের কাছ থেকে জন প্রতি ২শ’ টাকা করে আড়াই লাখ টাকা ষুষ দাবী করেন উপজেলা কমান্ডার মমতাজ খাতুনের কাছে জেলার ভারপ্রাপ্ত কমান্ডার আহসান উল্লাহ। কিন্তু টাকা দিতে না পারায় শনিবার রাত ৮ টার দিকে আহসান উল্লাহ পায়ে পরা বুট জুতা দিয়ে মমতাজ খাতুনকে একের-পর এক লাথি মেরে মারাত্মক আহত করেন।

এ সময় মমতাজ বেগম অজ্ঞান হয়ে পড়েন। আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই