ধন্য তুমি

ধন্য তুমি

ডা. সাবিলা ইয়াছমিন মিতা


কি সাধনা ছিলো তোমার ওগো হ্যানিম্যান,
বিশ্বের তরে আনলে বয়ে হোমিও কল্যান।

জীবন বাজি রাখলে তুমি মানব সেবার জন্য,
তাইতো তোমার জীবন খানি হয়ে গেল ধন্য।

হাজার যুগের স্বপ্ন তুমি ওগো হ্যানিম্যান,
হৃদয় ভরে শেখালে যে হোমিও বিজ্ঞান।

জীর্ন-জরা সমাজ থেকে ভেজাল উপড়ে ফেলে,
সঠিক পন্থা ধরিয়ে দিলে আলোর প্রদ্বীপ জ্বেলে।

কি জাদু যে ছড়ালে আজ তুমি ধরার মাঝে,
যশের মুকুট তাইতো কেবল তোমার মাথায় সাজে।

ধন্য পুরুষ, ধন্য তুমি ধন্য তোমার অবদান
বৃথা জীবন যায়নি তোমার ওগো মহান হ্যানিম্যান।



মন্তব্য চালু নেই