পিস্তল নিয়ে সেলফি তুলতে গিয়ে…
সেলফি তুলতে গিয়ে এ পর্যন্ত দুর্ঘটনা কম ঘটেনি। এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। তারপরও থামছে না এই সেলফি ম্যানিয়া। ভারতের পাঞ্জাবে এক কিশোর বাবার পিস্তল মাথায় ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে।
শনিবার সকালে পাঠানকোটের শিবনগর এলাকার নবম শ্রেণির ছাত্র রামানদীপ (১৪) এ দুর্ঘটনার শিকার হয়।
রামানদীপের বাবা একজন পৌর ঠিকাদার। ঘটনার সময় বাসায় কেবল রামানদীপ ও তার বোন ছিল। সেলফি তোলার জন্য সে বাবার লাইসেন্স করা পিস্তল চুরি করেছিল।
রামানদীপের আত্মীয় গণেশ কুমার বলেন, ‘সে পিস্তলটি নিয়ে একটি সেলফি তোলার চেষ্টা করছিল। দুর্ঘটনাবশত সে ট্রিগারে চাপ দিয়ে দেয়। এ সময় তার বোন বাড়িতে ছিল এবং সে-ই বিষয়টি দ্রুত সবাইকে জানায়।’
তিনি বলেন, ‘আমরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লুধিয়ানার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
এ ঘটনার পর পিস্তলটি জব্দ করেছে পুলিশ। পাঠানকোটের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ মনোজ কুমার বলেন, ‘আমরা খবর পেয়েছিলাম দুর্ঘটনাবশত একটি কিশোর নিজেকে গুলি করেছে। পরে ওই কিশোরের পরিবারের পক্ষ থেকে আমাদের বলা হয়, সে পিস্তলটি নিয়ে তার মোবাইল ফোনে সেলফি তোলার চেষ্টা করছিল। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
মন্তব্য চালু নেই