দিনাজপুরে শিলাবৃষ্টি : আম, লিচু ও ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি
শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে : দিনাজপুরের খানসামায় শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার পাকেরহাট, আঙ্গারপাড়া, হাসিমপুর,জমিদারনগর সহ বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি আঘাত হেনেছে।
২০ মিনিট স্থায়ী এই শিলা ও পাথর বৃষ্টি হওয়ায় আম, লিচু, উঠতি বোরো ধান, ভুট্রাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এছাড়াও বিভিন্ন এলাকায় মানুষের বসতবাড়ির বেশির ভাগ টিন ছিদ্র হয়ে গেছে।
তাৎক্ষনিক কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, শিলা বৃষ্টি চলাকালে দমকা বাতাসের সাথে শুধুমাত্র বড় ও মাঝারি আকারের পাথর নিঝুম ভাবে পড়তে থাকে উঠতি বোরো ধানের উপর পাথর পরায় ক্ষেতে ধান গাছ থেকে ধানের শীষ ঝড়ে পড়েছে। আম ও লিচুও ঝড়ে পড়েছে। তাৎক্ষনিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি।
মন্তব্য চালু নেই