কষ্টার্জিত জয়ে শীর্ষে রিয়াল

স্প্যানিশ লা লিগা ফুটবলের শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরেকটু পোক্ত করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পেয়েছে জিনেদিন জিদানের দল। তবে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে তাদের। ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে সোসিয়েদাদের জাল খুঁজে পেয়েছিলেন ওয়েলসের তারকা ফুটবলার গ্যারেথ বেল। ওই গোলের সুবাদেই স্বাগতিক সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

ইনজুরির কারণে এই ম্যাচে ছিলেন না রিয়ালের দুই তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেঞ্জেমা। তাদের অনুপস্থিতিতে রিয়াল সোসিয়েদাদের রক্ষণভাগ ভেদ করা কঠিনই হয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদের জন্য। শেষ অব্দি ৮০ মিনিটে লুকাস ভাসকুয়েজের সহায়তায় গ্যারেথ বেল গোল পেলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সৌভাগ্য হয় রিয়ালের।

এই জয়ে ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। অবশ্য একই রাতে মাঠে নামছে শিরোপাপ্রত্যাশী অপর দুই দল বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। এই দুই দল নিজ নিজ ম্যাচে জয় পেলে ফের টেবিলের তৃতীয়স্থানে নেমে যেতে হবে রিয়ালকে।



মন্তব্য চালু নেই