২ ফোনের দাম কমালো স্যামসাং
ভারতে স্যামসাংয়ের দুইটি ফোনের দাম গতকাল থেকে কমানো হয়েছে। দেশটিতে ফোনসহ বেশ কিছু কনজুমার ইলেকট্রোনিক্স পণ্যের মূল্য ছাড় দিয়েছে স্যামাসাং। প্রতিষ্ঠানটি জানিয়েছে ‘মেক ফর ইন্ডিয়া সেলিব্রেশনে‘র অংশ হিসেবে ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত এই ছাড় উপভোগ করা যাবে।
হ্রাসকৃত মূল্য অনুযায়ী ভারতে গ্যালাক্সি নোট এর সিঙ্গেল সিম ভার্সন পাওয়া যাবে ৪২ হাজার ৯০০ রুপি। পুরনো ফ্লাগশিপ ফোন এস ৬ পাওয়া যাবে ৩৩ হাজার ৯০০ রুপিতে। এসব ফোনে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে ১০% ক্যাশ ব্যাক পাওয়া যাবে।
মন্তব্য চালু নেই