প্রকাশ্যে যুবক-যুবতীর শারীরিক সম্পর্ক : অতঃপর
একটি কমিউনিটি পুলে প্রকাশ্যে যৌনতায় মেতে উঠেছিলেন যুবক-যুবতি। আর এই যৌমসংগমকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধল ফ্লোরিডার ওয়ালটন বিচ-এ। প্রকাশ্যে যৌনসংগমের প্রতিবাদ করায় মারমুখী হয়ে ওঠেন ওই যুবক। পরে অবশ্য বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন অস্টিন ডেভিড মিসিয়াক নামে অভিযুক্ত ওই যুবক। খবর-সোনার বাংলা
ওয়ালটন বিচ এলাকার ওই কমিউনিটি পুলের চারপাশে রয়েছে বাড়িঘর। পুলে প্রতিদিন সেখানকার বাসিন্দারা এসে জড়ো হন। এমনকী, পুলটির চারধারে থাকা পার্কেও সেখানকার শিশুরা খেলাধুলো করে।
অভিযোগ, এলাকার বাসিন্দারা পুলের সামনে এসে দেখতে পান সেখানে প্রকাশ্যেই অস্টিন এক মহিলার সঙ্গে যৌনসংগমে লিপ্ত। ঘটনার প্রতিবাদ করেন তাঁরা। অভিযোগ, প্রতিবাদ করাতে অস্টিন সেখানে হাজির হয়ে শিশুদের তাড়া করে। এমনকী, ১৫ বছরের এক নাবালিকাকে মারধরও করেন বলে অভিযোগ। যদিও, এই ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যান অস্টিন।
মন্তব্য চালু নেই