ওবামার ডাকে হােয়াইট হাউজের ডিনার পার্টিতে যাচ্ছেন প্রিয়াঙ্কা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অতিথি এবার প্রিয়াঙ্কা চোপড়া। হোয়াইট হাউজ়ে নৈশভোজে আমন্ত্রণ পেয়েছেন তিনি। আর তাই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ডিনার করবেন এই অভিনেত্রী। এই সপ্তাহের শেষে হোয়াইট হাউজ়ে বসবে নৈশভোজের আসর।

প্রতিবছরই হোয়াইট হাউজ়ে বিশেষ নৈশভোজের ব্যবস্থা করা হয়। যেখানে অংশ

নেন মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি। আমন্ত্রণ জানানো হয় বিশিষ্টদের। এ বছর সেই তালিকায় যুক্ত হলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে, শুধু বলিউডের এই অভিনেত্রী নন, হোয়াইট হাউজ়ের নৈশভোজে আমন্ত্রণ পেয়েছেন হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপার, লুসি লিও, জেন ফন্ডা সহ অন্যরাও।

মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মিশেল ওবামা নিমন্ত্রণ করেছেন তাকে। শনিবার রাতে একসঙ্গে ডিনার করবেন তারা। প্রিয়াঙ্কা টুইটারে এ কথা জানিয়েছেন। তাকে সোশাল মিডিয়ায় প্রশ্ন করা হয়েছিল, তিনি কি ৩০ এপ্রিল হোয়াইট হাউজ়ে যাচ্ছেন? তার উত্তরে প্রিয়াঙ্কা লেখেন, হলিউডের উইল স্মিথ, কেরি ওয়াশিংটন, কেন্ডেল জেনারের সঙ্গেও ডিনার করবেন প্রিয়াঙ্কা।



মন্তব্য চালু নেই