সহপাঠী বান্ধবীদের প্রতিবাদের ভিডিও

হিজাব পরায় ঢাবি ছাত্রীকে ক্লাস থেকে বের করে দিলেন শিক্ষক

ঢাবি ছাত্রীকে লাঞ্ছিত করার সময়কার ভিডিও। বোরখা পরার কারনে ক্লাস রুম থেকে বের হয়ে যেতে বললে সহপাঠী বান্ধবীরা প্রতিবাদ করে উঠে। এর ভিতর জিন্স প্যান্ট শার্ট পরা এক ছাত্রী দাঁড়িয়ে উঠে সবচেয়ে বেশি প্রতিবাদ করতে থাকে। ছাত্রীটি বলে, ঢাবির কোন ড্রেসকোড নেই, আমি যেমন জিন্স পরে ক্লাস করছি, তারও বোরখা পরে ক্লাস করার অধিকার আছে। একটা মেয়ে বোরখা পরে আসতে পারবেনা সেটা ঢাবি আইনে কোথায় আছে? আপনি একজন শিক্ষক, আপনার জন্যে কোন মেয়ে যদি সাফারার হয় সেটা কেমন হয়?" তারপরেও ঐ শিক্ষক ছাত্রীটিকে লাঞ্ছিত করে... দুঃখের বিষয় মেয়েরা প্রতিবাদ করলেও কোন ছেলের সাহস হয়নি প্রতিবাদ করার!



মন্তব্য চালু নেই