দর্শকদের সঙ্গে সিনেমা দেখবেন জেনিফা

চট্টগ্রামের নায়িকা মারজান জেনিফা এবং আরিফিন শুভ অভিনীত আলোচিত মুসাফির ছবিটি মুক্তি পেয়েছে চলতি সপ্তাহে।

সারা দেশের প্রায় ৮০টি সিনেমা হলের মধ্যে বন্দরনগরী চট্টগ্রামের দামপাড়াস্থ আলমাস সিনেমা হলেও ছবিটি সপ্তাহের শুরু থেকেই প্রদর্শিত হচ্ছে।

চট্টগ্রামের নায়িকা হিসেবে ছবির পুরো টিম নিয়ে আজ বৃহস্পতিবার চট্টগ্রামের আলমাস সিনেমা হলে চট্টগ্রামের সিনেমা দর্শকদের সঙ্গে হলে বসে ছবিটি দেখার সিদ্ধান্ত নিয়েছেন ছবির নবাগত নায়িকা মারজান জেনিফা।

বৃহস্পতিবার বেলা ৩টা থেকে জেনিফা ছবির টিম নিয়ে আলমাস সিনেমা হলে যাবেন বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার মেয়ে জেনিফার মুসাফির ছবিটিই প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। ছবিটি মুক্তির পর থেকেই সারা দেশে ব্যাপক সাড়া পড়েছে। সিনেমা হলগুলোতে মুসাফির ছবির প্রদর্শনী হাউসফুল যাচ্ছে বলে হল মালিকরা জানিয়েছেন।

নায়িকা মারজান জেনিফা বলেন, ‘আমি চট্টগ্রামের মেয়ে। তাই চট্টগ্রামের দর্শকদের দোয়া ও ভালোবাসা নিয়ে আরো বহুদূর এগিয়ে যেতে চাই। চট্টগ্রামের দর্শকদের প্রতিক্রিয়া দেখতে ও জানতে আজ বেলা ৩টায় চট্টগ্রামের দর্শকদের সঙ্গে নিয়ে আলমাস সিনেমা হলে থাকব।’



মন্তব্য চালু নেই