আইপিএলে প্রথম উইকেটশূন্য মুস্তাফিজ
আইপিএলে প্রথমবারের মতো খেলতে এসেই প্রতিযোগিতার সবচেয়ে কিপটে বোলারের তকমাটা এঁটে গিয়েছিল তার শরীরে। কিন্তু মঙ্গলবার অন্য রকম অভিজ্ঞতা হলো কাটার মাস্টারের। দুই ওভার বল করে ২১ রান দিয়ে উইকেটশূন্য থাকলেন মুস্তাফিজ।
মুস্তাফিজের এমন দিনে টানা জয়ের মধ্যে থাকা হায়দরাবাদও একটা ধাক্কা খেল। বৃষ্টিস্নাত ম্যাচে মাত্র ১১৮ রান তুলতে পেরেছিল হায়দরাবাদ সানরাইজার্স। পরে ডিএল পদ্ধতিতে ৩৪ রানে জিতেছেও তারা। টানা চার ম্যাচ হেরে যাওয়ার পর জয়ের দেখা গেল ধোনির দল।
তবে ষষ্ঠ ম্যাচে একেবারেই নিষ্প্রভ থাকলেও আগে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষেই আগের ম্যাচে মাত্র ৯ রান দিয়ে নেন দুই উইকেট। তার মধ্যে ১৭টিই ডট বল ছিল।
মন্তব্য চালু নেই