সাইট হ্যাক, দেখা গেল সানির নগ্ন ছবি
এর আগে অ্যাসেম্বলি মিটিংয়ে পর্নো দেখতে গিয়ে ধরা পড়েছিলেন ভারতের কর্ণাটকের দুই মন্ত্রী। এবার তেমনই একটি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্তৃপক্ষকে।
গত সোমবার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যায় সানি লিওনের নগ্ন ছবি। শুধু তাই নয় এ ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত অন্যান্য লিংকগুলোতেও পাওয়া যায় সানি লিওনের অশ্লীল সব বিষয়বস্তু। বিষয়টি দেখার পর থেকেই এ অফিসের কারিগরি টিম যত দ্রুত সম্ভব সানির ছবি সরিয়ে ফেলার চেষ্টা করেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। পরবর্তীতে অনেক চেষ্টার পর সমস্যার সমাধান করেন তারা। এমন বিব্রতকর ঘটনায় ভীষণ চটেছেন কর্তৃপক্ষ।
তবে এ বিষয়ে কারো বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দায়ের করেননি তারা। বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্যই তাদের ওয়েবসাইট সাময়িকভাবে কেউ হ্যাক করেছিলেন বলে মনে করছেন তারা।
এ বিষয়ে মিউনিসিপাল কর্পোরেশনের এক কর্মকতা জানান, বিষয়টিতে তাদের কিছু করার নেই। ওয়েবসাইটের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব ‘সেন্ট্রার ফর গুড গভার্নেন্স’র। আর এ বিব্রতকর ঘটনার দায় তাদের বলে মনে করেন তিনি।
মন্তব্য চালু নেই