সরকার ধানের দাম নির্ধারণ করার পরও কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত
তানভীর আহম্মেদ, (আত্রাই ) : সরকার কৃষদের কথা চিন্তা করে গত ২৪ এপ্রিল ধান ও চালের মূল্য নির্ধারণ করেন।যেখানে প্রতি কেজি ধান ২৩ টাকা ও চাল ৩২ টাকা নির্ধারণ করা হয় অথাৎ প্রতি মণ ধান ৯২০ টাকা ও প্রতি মণ চাল ১২৮০ টাকা । যেই খবর পাবার পরে কৃষদের মাঝে আনন্দের জোয়ার বয়ে গিয়েছিলো। যার ফলে কৃষকরা কিছু লাভের দেখা পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিলো । কিন্তু বাস্তবতা এটিই ধানের দাম এখন পর্যন্ত ৬৮০ টাকা থেকে ৭০০ টাকার মাঝেই আছে । যার ফলে কৃষকদের এখন পর্যন্ত লোকসান হচ্ছে । আর এইরকম লোকসান হতে থাকলে কৃষকরা চাষ করার আগ্রহ হারাবে ।তাই কৃষদের দাবি সরকার যেই দাম নির্ধারণ করে দিয়েছে সেই দাম যেন খুব দ্রুত কার্যকর করা হয়।এতে করে কৃষক বাঁচবে ।আর কৃষক বাঁচলে দেশ বাঁচবে ।
মন্তব্য চালু নেই