নৌকায় ভোট দিতে রাজী না হওয়ায় স্ত্রীকে প্রহার
নৌকায় ভোট দিতে না চাওয়ায় পাপিয়া খাতুন নামের এক গৃহবধূকে পিটিয়ে আহত করেছে তার স্বামী। এ ঘটনার পর থেকে স্বামী সেলিম মল্লিক বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করেছেন।
শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের শেখপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন থেকে শেখপাড়া গ্রামের মৃত ছরা মল্লিকের ছেলে সেলিম মল্লিক তার স্ত্রী পাপিয়া খাতুনকে নৌকা মার্কায় ভোট দেয়ার কথা বলে আসছে। প্রথম থেকেই পাপিয়া থাতুন নৌকায় ভোট দেয়ার কথা অস্বীকৃত জানান। সবশেষ শুক্রবার সন্ধ্যায় আবারও তার স্ত্রী নৌকায় ভোট দেওয়ার কথা বললে সে আবারও প্রত্যাখান করে। এতে সেলিম মল্লিক ক্ষুব্ধ হয়ে তার স্ত্রী পাপিয়া খাতুনকে বেধড়ক পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে সেলিম মল্লিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
মন্তব্য চালু নেই