আর হারাবে না কিছুই

আর হারাবে না চাবি, ব্যাগপত্র। এমনকি আপনার শখের কুকুর, বেড়ালটিও বাড়ির বাইরে গিয়ে পথভুলে নিখোঁজ হবে না। এসে গেলো নতুন প্রযুক্তি। ইভো এক্সওয়াইজেড নামের একটি বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এই ডিভাইস বাজারে এনেছে।

ছোট আকারের এই ডিভাইসটির নাম ইভোট্যাগ। এটি চাবি, ব্যাগ কিংবা শখের পোষা প্রাণির কলারে লাগিয়ে দিন। সেটি যদি হারিয়ে যায় তবে আপনার ফোনের অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন তার হদিস।

ডিভাইসটি সম্পূর্ণ পানিনিরোধক। এটি আপনার বাসা বাড়ির মালপত্রের নিরাপত্তা দেবে। আপনার শিশুর হাতে যদি এটি বেধে দেন তবে সে হারিয়ে যাবার উপক্রম হলো ফোনে নোটিফিকেশন চলে যাবে।

ডিভাইসটিতে মাইক্রো লোকেশন ট্রেকিং রয়েছে। এটিতে ব্যবহারের জন্য ইভোট্যাপ অ্যাপ রয়েছে। প্লাগ অ্যান্ড প্লে ডিভাইসটি সব বয়সীদের জন্য ব্যবহার উপযোগী।

এটি ই-কর্মাস ওয়েবসাইট অ্যামাজন ডটকমে পাওয়া যাচ্ছে। মূল্য দেড় হাজার টাকা।



মন্তব্য চালু নেই