মিঠাপুকুরে ব্যালট ও নির্বাচনের সরঞ্জামাদি বিতরন

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে তৃতীয় দফায় ৭ ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে শনিবার। ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে ব্যালট পেপার ও সরঞ্জামাদি বিতরন করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ৭ ইউনিয়নে ৭৫টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। বুথের সংখ্যা ৫২৫টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৬টি ও সাধারন কেন্দ্র ২৯টি। মোট ভোটার ১ লাখ ৯১ হাজার ৯৮০ জন। শুক্রবার ভোট গ্রহনের জন্য ৭ ইউনিয়নেই ব্যালট ও নির্বাচনের সরঞ্জামাদি বিতরন করা হয়েছে। আইন-শৃঙ্খলায় মোতায়েন করা হয়েছে ৭শ আনছার-ভিডিপির সদস্য, সাড়ে ৭শ পুলিশ, ৪ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৪টি টহল দল, ৫ জন ম্যাজিট্রেট। ইউনিয়নগুলো হলো- পায়রাবন্দ ইউনিয়ন, কাফ্রিখাল, লতিবপুর, দুর্গাপুর, বড় হযরতপুর, মির্জাপুর ও ইমাদপুর ইউনিয়ন। মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।



মন্তব্য চালু নেই