ইউপি নির্বাচনে সহিংসতা

মিঠাপুকুরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকের সংঘর্ষে নিহত-১, আহত-২

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর) : রংপুরের মিঠাপুকুরে ইউপি নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকের সংঘর্ষে আব্দুল হান্নান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ নিহতের লাশ মর্গে পাঠিয়েছে।

মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা ৫নং ওয়ার্ড ইউপি সদস্য পদপ্রার্থী সাখাওয়াত হোসেনের সমর্থকদের সাথে প্রতিদ্বন্দী প্রার্থী ফখরুল ইসলামের সমর্থকদের মাঝে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে, ৩ জন আহত হন। তাঁরা হলেন-সাখাওয়াতের সমর্থক আব্দুল হান্নান (৩৫), ফখরুল ইসলাম (৩২) ও হরণী চন্দ্র বর্মন (৩৫)। আহতদের হাসাপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত আব্দুল হান্নান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় মারা যান। এ ঘটনায় মিঠাপুকুর থানায় ইউপি সদস্য প্রার্থী সাখাওয়াত হোসেন একটি মামলা দায়ের করেছেন। ওসি বলেন, আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে, চেস্টা চলছে।



মন্তব্য চালু নেই