নেটগিয়ারের ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট

কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড বাজারে এনেছে ডব্লিউএনএপি ২১০ মডেলের ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট। ডিভাইসটিতে সেকেন্ডে ৩০০ মেগাবাইটগতি পাওয়া যাবে। এতে একসঙ্গে ৩০টি ডিভাইস যুক্ত করা যায়।

এটি দেয়াল কিংবা সিলিং এ সহজে স্থাপন করা যায়। এজন্য এতে রয়েছে মাউন্টিং কিট। এতে ডব্লিউএপি ও ডব্লিউএপি২ নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

পণ্যটিতে রয়েছে আজীবন ওয়ারেন্টি। মূল্য ৯ হাজার ৫০০ টাকা।



মন্তব্য চালু নেই