পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এখন চার্জ করা যাবে ফ্রিজ, ল্যাপটপ, জ্বালানো যাবে বাল্বও!

প্রযুক্তি এখন আমাদের হাতের নাগালে। বর্তমান সময়ে মোবাইল ব্যবহার করেন না, এমন লোকের সংখ্যা হয়তো খুজে পাওয়াটাও মুশকিল হয়ে পড়বে। তবে মোবাইলের অনেক ব্যবহারের কারণে চার্জ সমস্যায় পরতে হয় অনেকেই। আর এজন্য এখন বাজারে পাওয়া যাচ্ছে পাওয়ার ব্যাঙ্ক। তবে সব থেকে খুশির বিষয় হলো যে এখন সেই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনার বাসার ফ্রিজও চার্জ দেয়া যাবে।

১ লক্ষ ২০ হাজার ৬০০ MAH-পাওয়ারের পাওয়ার ব্যাঙ্ক, যাতে ফোন চার্জ দেয়া যাবে অন্তত ৪০ বার। ল্যাপটপ চার্জ দেয়া যাবে অন্তত ১৫ বার। ১৫ ভোল্টের বাল্ব এই পাওয়ার ব্যাঙ্কের পাওয়ারে একটানা জলবে ১০০ ঘণ্টা, ৩দিনের একটু বেশি। পাওয়ার ব্যাঙ্ক নয়, বলা চলে পাওয়ার হাউস। অনেকেই মশকরা করে বলছেন পাওয়ার ব্যাঙ্কও নয়, পাওয়ার হাউসও নয়, এটি আসলে একটা জেনারটর।

মার্কিন প্রযুক্তি সংস্থা এঙ্কের এই পাওয়ার ব্যাঙ্কের নির্মাতা সংস্থা। আমাজন থেকেই গ্রাহক পেতে পারেন এই পাওয়ার ব্যাঙ্ক। ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় ৩৭ হাজার রুপি। আর বাংলাদেশি টাকায় প্রায় ৪৩ হাজারের কিছু বেশি।-জিনিউজ



মন্তব্য চালু নেই