একই দড়িতে মা ও শিশুর ফাঁসি
মাটিরাঙায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ঘটনার পর থেকেই নিহতের স্বামী মো. ইয়াছিনসহ পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন।
মঙ্গলবার বিকেলে মাটিরাঙা পৌর শহরের রমিজ কেরানি পাড়া এলাকা থেকে মা হোসনে আরা বেগম (২৫) ও ছেলে মো. জাহেদুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘরের ছাদের নিচের অংশের খুটির সঙ্গে এক রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে আত্মহত্যার কথা উল্লেখ রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকেই নিহতের স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে পারিবারিক কলহের বিষয়ে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় নিহতের মা ছানোয়ারা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। তারা বিষয়টি তদন্ত করছেন বলেও জানান ওসি শাহাদাত হোসেন।
মন্তব্য চালু নেই