মসজিদে নববীর সেই ইমাম ছিলেন বাংলাদেশি

(শনিবার) ফজরের নামাজের পর ইন্তেকাল করেন পবিত্র মসজিদে নববীর ইমাম শায়খ মোহাম্মদ আইয়ুব।
পবিত্র মসজিদে নববীর এ ইমাম ছিলেন বহুপ্রতিভার অধিকারী। এখনো মুসলিম বিশ্বে শোকের ছায়া তার মৃত্যুতে।
তার মৃত্যুতে একজন ভালো আলেমকে হারালো মুসলিম বিশ্ব। হৃদয়ে ব্যথা তার অসংখ্য মুসল্লিদের। জানা যায় তিনি বাংলাদেশেরও নাগরিক ছিলেন।
বাংলাদেশি পাসপোর্টধারী তিনি। তার-বাবা মায়ের পাসপোর্ট করা হয় মায়ানমার থেকে।
রোহিঙ্গা ইস্যু বলতে যেটি বুঝায় হতে পারে এমনটিই! জীবিতকালে চট্টগ্রামের ভাষায় বাংলাদেশের মানুষের সাথে কথা বলতেন ইসলামের এই প্রাণ পাখি।
তার জন্ম মক্কায়। ১৩৭২ হিজরিতে মক্কা নগরীতে জন্মগ্রহন করেন এ ইমাম। তিনি মৃত্যুকালে দুই স্ত্রী, পাঁচ ছেলে-মেয়ে রেখে গেছেন। তারা সবাই আল কোরআনে হাফেজ।
মন্তব্য চালু নেই