মাগুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে বৈশাখী বরণ

মাগুরা প্রতিনিধি: মাগুরায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা নোমানি ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে। বর্ণাঢ্য শোভাযাত্রায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানরে শিক্ষার্থীরা নানা সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। পাশাপাশি মনিং টাচ্ মাগুরা জেলা শাখা নববর্ষ উদ্যাপন উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করে। পরে সরকারি কলেজ চত্ত্বরে লাঠিখেলা অনুষ্ঠিত হয়। অন্যদিকে মাগুরা প্রেসক্লাবের আয়োজনে নববর্ষ পালন উপলক্ষে জেলা সদরের সাংবাদিকদের নিয়ে প্রেসক্লাব মিলনায়তনে মিলন মেলার আয়োজন করা হয়। সেখানে জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার নবীন ও প্রবীন সাংবাদিকরা অংশ নেয় । পাশাপাশি শহরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শহরে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ।



মন্তব্য চালু নেই