কলকাতার হারের পর এবার মুখ খুললেন শাহরুখ
দলের ছেলেরা যখন বৈশাখী মেজাজে নববর্ষ পালন করছে কলকাতায়, তখন দলের মালিক শাহরুখ খানকেও একই রকম মেজাজে পাওয়া গেল মুম্বাইয়ে সন্ধ্যায় সোনির স্টুডিওয়ে।
আগের রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে ইডেনে গার্ডেনে। কথা উঠলো সেই খেলা নিয়ে।
তখন শাহরুখ বলেন, ‘কাল যখন দল ইডেনে খেলছিল, তখন আমি লন্ডন থেকে দেশে ফিরছিলাম। এয়ারপোর্টে শুনি বেশ টানটান ম্যাচ হচ্ছে। বাড়ি ফিরে শুনি জিততে পারেনি। কী আর করা যাবে? মুম্বাইও তো ভাল ব্যাটিং করেছে। সবে শুরু, এখন অনেকটা বাকি লিগের। আশা করি সামনের ম্যাচগুলো আমাদের দল জিতবে।’
মন্তব্য চালু নেই